আমদাবাদে অভিশপ্ত বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি অহমদাবাদের টার্মিনাল ২ থেকে ছেড়েছিল। ৯ ঘণ্টা ৪৫ মিনিটের উড়ান শেষে তাঁর নামার কথা ছিল গ্যাটউইকে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৩: আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা। টেক অফের পরই ভেঙে পড়ে। সূত্রের খবর, ওই বিমানে দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। যাত্রীদের তালিকায় ১২ নম্বরে নাম ছিল তাঁর। বিজেপি সাংসদ সম্বিৎ পাত্র (Sambit Patra) এক্স হ্যান্ডলে এই সংবাদ জানিয়ে শোকপ্রকাশ করেছেন। লিখেছেন, বিজয় রূপানির (Vijay Rupani) প্রয়াণ কেবল গুজরাটেরই নয়, ভারতীয় রাজনীতির জন্যই অপূরণীয় ক্ষতি।
২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি অহমদাবাদের টার্মিনাল ২ থেকে ছেড়েছিল। ৯ ঘণ্টা ৪৫ মিনিটের উড়ান শেষে তাঁর নামার কথা ছিল গ্যাটউইকে। লন্ডন থেকে দু’ঘণ্টার সড়ক- দূরত্বে এই বিমানবন্দর। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, এআই১৭১ বিমানটি বৃহস্পতিবার দুপুরে অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে।
