বিজয়া সম্মিলনীতে জনসেবা ও ভোট প্রস্তুতির ডাক, ফের ‘সেবাশ্রয়’-র ঘোষণা অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১:০০: সোমবার বিকেলে ডায়মন্ড হারবারের (diamond harbour) আমতলার কার্যালয়ে আয়োজিত বিজয়া সম্মিলনীতে অংশ নিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই সম্মেলনে তাঁর সংসদীয় কেন্দ্রের সাতটি বিধানসভার জনপ্রতিনিধি ও কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করেন তিনি।
অভিষেকের স্পষ্ট বার্তা, প্রতিটি বুথ ধরে ধরে ভোট প্রস্তুতি শুরু করতে হবে। দলীয় দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। ভোটার তালিকা সংশোধনের কাজেও যেন কোনও ত্রুটি না থাকে, সে বিষয়ে সতর্ক করেন।
এলাকার উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়ে অভিষেক জানান, সাধারণ মানুষের প্রয়োজনীয় চাহিদার তালিকা তৈরি করে তা বাস্তবায়নের পথে এগোতে হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা, ডায়মন্ড হারবারে ফের আয়োজিত হতে চলেছে সেবাশ্রয় শিবির। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করবে এই উদ্যোগ।