এবার রাজনীতির আখড়ায় ভিনেশ ফোগত?

মহিলা কুস্তিগীরদের উপর যৌন নির্যাতনের অভিযোগের বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন ভিনেশ, বজরং, সাক্ষী মালিকরা।

August 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুস্তি ছেড়ে এবার রাজনীতির ময়দানে ভিনেশ ফোগত? অতিরিক্ত ওজনের জেরে পদক হাতছাড়া হয়েছিল কুস্তিগীর ভিনেশ ফোগতের। কুস্তিকে বিদায় জানান ভিনেশ। শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন ভিনেশ। তাঁর বিপক্ষে প্রার্থী হতে পারেন জেঠতুতো দিদি ববিতা ফোগাত। ববিতাও কুস্তিগীর। ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি।

মহিলা কুস্তিগীরদের উপর যৌন নির্যাতনের অভিযোগের বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন ভিনেশ, বজরং, সাক্ষী মালিকরা। একদা ভিনেশ জানিয়েছিলেন, তিনি সক্রিয় রাজনীতিতে আসতে চান না। সূত্রের খবর, একাধিক দল তাঁকে নির্বাচনে লড়ানোর জন্য চেষ্টা করছে। ভিনেশ কোনও দলে যোগ দিতে চলেছেন কি-না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ভিনেশের সঙ্গে লড়াইয়ে নামতে পারেন দিদি ববিতা। হরিয়ানার আরও দুই কুস্তিগীর বজরং পুনিয়া ও যোগেশ্বর দত্তও ভোটের ময়দানে মুখোমুখি লড়াইয়ে নামতে পারেন বলে শোনা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen