ভিনেশ ফোগাটকে ভারতরত্ন প্রদান করা উচিত, সমাজমাধ্যমে মতপ্রকাশ অভিষেকের
সমাজমাধ্যমে অভিষেক বলেন, ভিনেশ ফোগাট যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তা স্বীকার করা উচিত।
August 7, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকার এবং বিরোধীদের উচিত একটি ঐকমত্য গঠনের উপায় খুঁজে বের করা এবং হয় ভিনেশ ফোগাটকে ভারতরত্ন প্রদান করা বা তাকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার আসনে মনোনীত করা, এরকমই মত পোষণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে অভিষেক বলেন, ভিনেশ ফোগাট যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তা স্বীকার করা উচিত। তিনি যে বিশাল সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা বিবেচনা করে দেশের মানুষ তাঁর জন্য এইটুকু অন্তত করতে পারে। কোন পদক তাঁর সত্যিকারের মেধাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারে না, বলেন অভিষেক।