সিরিজ নির্ধারণী ম্যাচের আগে মহাকালের শরণে বিরাট কোহলি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.১০: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচের আগে উজ্জয়িনের শ্রী মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে কোহলির এই সফরের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যায়, মন্দির প্রাঙ্গণে পুরোহিতদের সঙ্গে হাঁটতে হাঁটতে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি দিচ্ছেন তিনি।
চলতি সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন কোহলি। ভদোদরায় প্রথম ওডিআইয়ে ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন তিনি। যদিও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হন প্রাক্তন ভারত অধিনায়ক। রাজকোটে ২৩ রান করে আউট হন কোহলি। সেই ম্যাচে সাত উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। ফলে ১-১ অবস্থায় দাঁড়িয়ে সিরিজ, আর ১৮ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় ম্যাচেই নির্ধারিত হবে চূড়ান্ত ফলাফল।
ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দীর্ঘ সাড়ে তিন বছর পর ফের আইসিসি পুরুষদের ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন কোহলি। সতীর্থ রোহিত শর্মাকে পিছনে ফেলে ৭৮৫ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে এক নম্বরে তিনি। এটি কোহলির কেরিয়ারে একাদশবার র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা। শেষ ছ’টি ইনিংসে পাঁচবারই পঞ্চাশের গণ্ডি পেরিয়েছেন তিনি। এই সময়ে তাঁর সংগ্রহ ৪৯২ রান, গড় ১২৩ এবং স্ট্রাইক রেট ১০৭-এরও বেশি।
সব মিলিয়ে ভারতের বড় ভরসা কোহলি। সিরিজ নির্ধারণী ম্যাচে তাঁর ব্যাট থেকেই আবারও বড় ইনিংসের আশা করছে টিম ইন্ডিয়া।