দীঘার জগন্নাথ ‘ধাম’ বিতর্কে হোঁচট খেল বিশ্ব হিন্দু পরিষদ! মামলা খারিজ হাই কোর্টে

November 4, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৪:  দীঘার জগন্নাথ ‘ধাম’ (Digha Jagannath Temple) নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিশ্ব হিন্দু পরিষদ (VHP) (দক্ষিণবঙ্গ)-এর পক্ষ থেকে দায়ের করা এই মামলাটি মঙ্গলবার শুনানিতে খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

মামলায় দাবি করা হয়, ‘ধাম’ শব্দটি যুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আদালত জানায়, মামলাকারীর অনুরোধে একাধিকবার শুনানি পিছিয়েছে এবং অতিরিক্ত নথি দাখিলের সুযোগ দেওয়া হলেও তা করা হয়নি। এই যুক্তিতেই মামলাটি খারিজ করা হয়।

শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “বারবার শেষ সুযোগ দিলে তো ‘শেষ’ শব্দের মানে হারিয়ে যাবে।” একই সঙ্গে বেঞ্চ জানায়, মামলাকারী চাইলে পূর্ণাঙ্গ নথি সহ নতুন করে মামলা দায়ের করতে পারে। এই রায়ে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) দাবিতে বড় ধাক্কা লাগল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen