‘১০ হাজার দিয়ে ভোট, পরে বুলডোজার’, বিহার প্রসঙ্গে বিজেপিকে তোপ মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২০: মঙ্গলবার নবান্নে ১৫ বছরে রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্যের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনই তাঁর বক্তব্যে উঠে আসে পরিযায়ী সংকট থেকে শুরু করে বিহারের নির্বাচনী (Electoral politics in Bihar) রাজনীতির কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, ভোটের আগে আর্থিক লোভ দেখিয়ে বিজেপি ক্ষমতা ধরে রাখে, কিন্তু ভোট মিটলেই সেই রাজ্যগুলিতে সাধারণ মানুষের ওপর ‘বুলডোজার’ নেমে আসে।
বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly elections) প্রসঙ্গ টেনে মমতা বলেন, ভোটের আগে মহিলাদের ১০ হাজার টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতীশ কুমারের (Nitish Kumar) জয়ের পেছনে সেই সিদ্ধান্ত বড় ভূমিকা নেয়। কিন্তু মুখ্যমন্ত্রীর মতে, “ভোটের সময় টাকা দেখানো আর পরে বুলডোজার চালানো বিজেপির অভ্যেস।” তিনি জানান, তাঁর সরকার বছরের পর বছর ধরে মহিলাদের পাশে থাকে। লক্ষ্মীর ভাণ্ডারের উদাহরণ টেনে বলেন, “বিজেপি যেটা দেখানোর জন্য করেছে বিহারে ভোটের আগে ১০ হাজার, পরে বুলডোজার। আমরা বছরে ১২ হাজার টাকা দিই। ৫ বছরে ৬০ হাজার টাকা (শুধু মাত্র জেনারেল কাস্টের জন্য)।”
শুধু মহিলা নয়, রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা নিয়েও বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফে ৩১ লক্ষ ৭২ হাজার শ্রমিককে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মশ্রী (Karmashree Prakalpa) ও শ্রমশ্রী প্রকল্পের (Shramshree Prakalpa) মাধ্যমে তাঁদের কাজে যুক্ত করা হয়েছে। মমতার কথায়, “অনেককে মারধর করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে (detention camp) আটকে রাখা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। কাউকে আবার বাংলাদেশে পাঠানো হয়েছে। আমরা তাঁদের পাশে দাঁড়িয়েছি, সাহায্য করেছি, কাজে যুক্ত করেছি।”
বিজেপিশাসিত (BJP) রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের বাংলাদেশি (Bangladeshi) বলে হেনস্তা করার অভিযোগ বহুবার উঠেছে। সেই সময় মুখ্যমন্ত্রীই তাঁদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান। শ্রমশ্রী প্রকল্প চালু করে কাজ না পাওয়া পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণাও করেন। নবান্নের সভাঘরে সেই পরিসংখ্যান ফের সামনে আনেন তিনি।