ভোট শিয়রে, বিজেপি’র অসুখ কিছুতেই সারছে না! চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব

January 17, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.২০: ছাব্বিশর বিধানসভা ভোট শিয়রে। কিন্তু বঙ্গ বিজেপি’র অসুখ কিছুতেই সারছে না! দলের একাংশের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ, গোষ্ঠীকোন্দল বড় মাথাব্যথার কারণ বিজেপির কেন্দ্রীয় নেতাদেরও। এই অবস্থায় দলের নতুন রাজ্য পদাধিকারী ও ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের সল্টলেকের একটি হোটেলে বৈঠক করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুই কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব ও সুনীল বনশল। ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।

সুনীল বনশল রাজ্য নেতাদের উদ্দেশে বলেন, মনোমালিন্য যেন না থাকে সেটা দেখতে হবে। যাঁরা ক্ষুব্ধ, দূরে সরে আছেন, তাঁদের বাড়ি যান। কথা বলে তাঁদের দলের কাজে নামাতে হবে। পুরনোদের পুরোদমে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন বনশল থেকে ভূপেন্দ্র যাদবরা।

সবাই মাঠে না নামলে বিজেপির সফলতা যে আসবে না তা এদিন নতুন নেতৃত্বকে স্মরণ করিয়ে দিয়েছেন বনশল-যাদবরা। এখনও পর্যন্ত ৫০ শতাংশ পথসভাও শেষ করতে পারেনি বিজেপি। সেটা নিয়েও খুব একটা খুশি নন কেন্দ্রীয় নেতারা। জানুয়ারি মাসের মধ্যেই বাকি ৫০ শতাংশ পথসভা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বস্তুত বঙ্গে বিজেপির প্রভাব বা বিস্তার এ পর্যন্ত যা হয়েছে সবটাই নিচুতলায়। শহুরে আসনগুলিতে বা তথাকথিত ভদ্রলোকেদের মধ্যে সেভাবে প্রভাব ফেলতে পারেনি গেরুয়া শিবির। বিরোধীরা তো বটেই দলের অন্দরেও অনেকে প্রশ্ন তোলেন, গেরুয়া শিবিরে বহিরাগত, হিন্দিভাষীদের দাপট নিয়ে। একে তো রাজ্যের নেতাদের উপেক্ষা করে লাগাতার কেন্দ্রীয় নেতাদের দাপট, উপরন্তু বিজেপি নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্য। ফলে কার্যত দিশেহারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen