VP: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীকে সমর্থন জানালেন ওয়াইসি

মঙ্গলবার নির্ধারিত এই নির্বাচনে বিজেপি নেতা ও মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের (CP Radhakrishnan) মুখোমুখি হবেন বি সুদর্শন রেড্ডি।

September 7, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (AIMIM) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) রবিবার জানিয়েছেন, আসন্ন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর দল বিরোধী ইন্ডিয়া (INDIA) জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে (B Sudarshan Reddy) সমর্থন করবে।

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ ৯ই সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) গত ২১শে জুলাই অজ্ঞাত কারণে পদত্যাগ করায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসি আরও বলেন যে, তিনি ব্যক্তিগতভাবে বিচারপতি রেড্ডির সাথে কথা বলেছেন এবং নির্বাচনের জন্য তাঁকে শুভকামনা জানিয়েছেন। ওয়াইসি বলেন, “আমি বিচারপতি রেড্ডির সাথে কথা বলেছি এবং তাকে আমাদের শুভকামনা জানিয়েছি।”

মঙ্গলবার নির্ধারিত এই নির্বাচনে বিজেপি নেতা ও মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের (CP Radhakrishnan) মুখোমুখি হবেন বি সুদর্শন রেড্ডি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen