Bihar: বিহারে রাস্তার ধারে পড়ে ভিভিপ্যাট স্লিপ, আবারও ‘ভোট চুরি’?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.২৫: বিহারের সমস্তিপুরে (Samastipur) তোলা একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিপুল সংখ্যক ভিভিপ্যাট (VVPAT) স্লিপ। রাজ্যের প্রধান বিরোধী দল জাতীয় জনতা দল (RJD) অভিযোগ করেছে, এই স্লিপগুলি ইভিএম থেকে নিয়ে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে।
তেজস্বী যাদবের (Tejaswi Yadav) নেতৃত্বাধীন আরজেডি এক্স-এ একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, সমস্তিপুরের সারাইরঞ্জন বিধানসভা কেন্দ্রের কেএসআর কলেজের কাছে রাস্তায় ছড়িয়ে পড়ে ছিল ভিভিপ্যাট স্লিপের স্তূপ। আরজেডি প্রশ্ন তুলেছে, কবে, কীভাবে এবং কার নির্দেশে এই ভোটের প্রমাণস্বরূপ স্লিপগুলি রাস্তায় ফেলে দেওয়া হয়েছে।
समस्तीपुर के सरायरंजन विधानसभा क्षेत्र के KSR कॉलेज के पास सड़क पर भारी संख्या में EVM से निकलने वाली VVPAT पर्चियां फेंकी हुई मिली।
कब, कैसे, क्यों किसके इशारे पर इन पर्चियों को फेंका गया? क्या चोर आयोग इसका जवाब देगा? क्या यह सब बाहर से आकर बिहार में डेरा डाले लोकतंत्र के… pic.twitter.com/SxOR6dd7Me
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 8, 2025
আরজেডি তাদের পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছে, “সমস্তিপুরের কেএসআর কলেজের কাছে ইভিএম থেকে বেরিয়ে আসা বিপুল সংখ্যক ভিভিপ্যাট স্লিপ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। কখন, কীভাবে এবং কার নির্দেশে এই স্লিপগুলি ফেলা হল? চোর কমিশন কি এ বিষয়ে কোনো জবাব দেবে? গণতন্ত্রের দস্যুরা কি বাইরে থেকে এসে বিহারে এই কারচুপি করছে?”
আরজেডির রাজ্যসভার সাংসদ মনোজ ঝা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে স্ট্রং রুমগুলির নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন, যেখানে ইভিএমগুলি সংরক্ষিত থাকে। তিনি অভিযোগ করেছেন, ভোট গণনার আগে থেকেই ওই এলাকায় বারবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, যা সন্দেহজনক।
এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে যে, এ কি বিজেপি এবং নির্বাচন কমিশনের আরেকটি ‘ভোট চুরি’-র চক্রান্ত?