Waqf: বাড়ছে না পোর্টালে সম্পত্তি নথিভুক্তির সময়, আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

December 1, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৭: সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দিল, ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির সময়সীমা আর বাড়ানো হবে না। কেন্দ্রের তৈরি ‘উমিদ’ পোর্টালে দেশজুড়ে সব ওয়াকফ সম্পত্তির (Waqf property) বিবরণ আপলোড করার জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। এই মেয়াদ আরও বাড়ানোর আর্জি শীর্ষ আদালত সোমবার খারিজ করে দেয়। বেঞ্চ জানায়, কোনও বিশেষ ক্ষেত্রে সময় লাগলে ট্রাইবুনালের (Tribunal) দ্বারস্থ হওয়া যেতে পারে।

সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ স্পষ্ট বলেন, ওয়াকফ আইন অনুযায়ী ট্রাইবুনালই এমন বিষয়ে সিদ্ধান্ত নেবে। আদালত বলেন, আইনকে নতুন করে লেখার প্রশ্ন নেই। আইন অনুযায়ী কাজ করতে হবে। নথিভুক্তির সময় যদি কোনও প্রযুক্তিগত বা বাস্তব সমস্যা দেখা দেয়, সেটাও ট্রাইবুনালে জানানো যেতে পারে।

গত ৬ জুন কেন্দ্র ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, ‘উমিদ’ পোর্টালে ছয় মাসের মধ্যে দেশের সব ওয়াকফ সম্পত্তির বিবরণ জমা দিতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে ৫ ডিসেম্বর। মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল জানান, ছয় মাস সময় যথেষ্ট নয়। বহু অঞ্চলে এখনও অনেকেই পুরো প্রক্রিয়া সম্পর্কে জানেন না। সব তথ্য সংগ্রহ করে আপলোড করা কঠিন।

সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আইনেই পরিষ্কার বলা আছে যে প্রয়োজনে ট্রাইবুনালের কাছে আবেদন করতে হবে। সেই সুযোগ উন্মুক্তই রয়েছে। তাই সার্বিক সময়সীমা বাড়ানোর দরকার নেই।

ওয়াকফ সংশোধনী বিল এ বছরের এপ্রিলেই আইনে পরিণত হয়। লোকসভা (Lok Sabha) এবং রাজ্যসভায় (Rajya Sabha) তীব্র ভোটযুদ্ধের মধ্যেও বিলটি পাশ হয়। বিরোধীরা এই সংশোধনীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রশ্ন তুলছে। বাংলার শাসকদল তৃণমূল (TMC) আগেই ঘোষণা করেছিল, এ রাজ্যে এই আইন কার্যকর হবে না। যদিও রাজ্য সরকার সম্প্রতি সব জেলাশাসককে (District Magistrate) নির্দেশ পাঠিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় পোর্টালে (Central portal) নথিভুক্ত করতে হবে।

সুপ্রিম কোর্ট সময় বাড়ানোর আবেদন খারিজ করায় এখন ৫ ডিসেম্বরেই শেষ সীমা। তার আগেই রাজ্য ও দেশজুড়ে সব ওয়াকফ সম্পত্তির নথিভুক্তির কাজ শেষ করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen