গ্রিনল্যান্ড নিয়ে যুদ্ধংদেহী মনোভাব: মুখোমুখি আমেরিকা ও ডেনমার্ক, বাড়ছে উত্তেজনা

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: ট্রাম্প বনাম ডেনমার্ক সংঘাতে উত্তপ্ত উত্তর মেরু! গ্রিনল্যান্ড (Greenland) দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অনড় অবস্থান। ডেনমার্কের পালটা হুঁশিয়ারিতে উত্তর মেরুর এই দ্বীপে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। পরিস্থিতি জটিল করে তুলে গ্রিনল্যান্ডের মার্কিন সেনাঘাঁটিতে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা (America)। জবাবে গ্রিনল্যান্ডে সেনাসংখ্যা বাড়িয়েছে ডেনমার্কও (Denmark)।

সোমবার উত্তর আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড (NORAD) ঘোষণা করেছে, গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিম উপকূলের ‘পিতুফিক’ মার্কিন ঘাঁটিতে সামরিক বিমান মোতায়েন করা হচ্ছে। যদিও একে ‘পূর্বপরিকল্পিত’ কর্মসূচি বলে দাবি করা হয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক মহল একে আমেরিকার শক্তিপ্রদর্শন হিসেবেই দেখছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘ দিন ধরেই গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করে আসছেন। সম্প্রতি তিনি ডেনমার্ককে ‘রুশ জুজু’ দেখিয়ে সতর্ক করে বলেন, রুশ আগ্রাসনের ঝুঁকি মোকাবিলায় ডেনমার্ক ব্যর্থ হয়েছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ক ও তার সহযোগী দেশগুলো আমেরিকার অবাধ্য হওয়ায় ইতিমধ্যে ডেনমার্ক, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও নরওয়েসহ বেশ কিছু ইউরোপীয় দেশের পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।

ট্রাম্পের এই ‘রক্তচক্ষু’ উপেক্ষা করে কড়া জবাব দিয়েছে ডেনমার্ক। তারা স্পষ্ট জানিয়েছে, গ্রিনল্যান্ডে হামলা হলে আত্মরক্ষার্থে ডেনমার্ক বাহিনী আগে গুলি চালাবে, তারপর কথা বলবে। ডেনমার্কের এই অনড় অবস্থানে পাশে দাঁড়িয়েছে ইউরোপের অন্য দেশগুলোও। তারা সাফ জানিয়েছে, কোনও প্রকার চাপের মুখে তারা নতিস্বীকার করবে না।

সব মিলিয়ে, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ন্যাটো জোটের দুই গুরুত্বপূর্ণ সদস্য আমেরিকা ও ডেনমার্কের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen