আত্মহত্যা নয়, গুলিতে মৃত্যু হয়েছিল পল্লবীর?

সম্প্রতি, অভিনেত্রীর মৃত্যু রহস্যে এসেছে নতুন মোড়।

May 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ পল্লবীর ফেসবুক পেজ

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ঘটনা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, পাড়ার চায়ের দোকান থেকে অফিসের ওয়াটার কুলার পর্যন্ত যা নিয়ে চর্চা লোকমুখে, সেটা হল অভিনেত্রী পল্লবীর রহস্যমৃত্যু। অভিনেত্রীর গরফার ফ্ল্যাটে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ, আর তারপরই শুরু হয় এই ঘটনা নিয়ে কাটাছেঁড়া।

সম্প্রতি, অভিনেত্রীর মৃত্যু রহস্যে এসেছে নতুন মোড়। এতদিন এই ঘটনাকে আত্মহনন বলেই ধরে এগোচ্ছিল তদন্ত। পল্লবীর প্রেমিক সাগ্নিককেও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এবার প্রকাশ্যে এল নতুন বিস্ফোরক তথ্য। পল্লবী কি আত্মহত্যা করেননি? তাঁকে গুলি করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়? এই দাবিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশও হতভম্ব।

সূত্রের খবর, পল্লবীর গুলিতে মৃত্যু আসলে তাঁর অভিনীত ‘মন মানে না’ ধারাবাহিকের চিত্রনাট্য। অভিনেত্রীর অকস্মাৎ মৃত্যুর পর তাঁর চরিত্রের পরিণতি বদলে দেওয়া হয়। দেখানো হয় তাঁর প্রয়াণ। এমনটাই খবর চ্যানেল সূত্রে। এই আঙ্গিকে খতিয়ে দেখতে নাকি পুলিশ ইতিমধ্যেই চ্যানেলের শুটিং ফ্লোরেও গেছিল।

মোটের ওপর, পল্লবীর মৃত্যুরহস্য যত দিন যাচ্ছে, আরো ঘনীভূত হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen