নভেম্বরে মুক্তির অপেক্ষায় একগুচ্ছ বিগ বাজেট হিন্দি ছবি, উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪০: উৎসবের রেশ কাটতে না কাটতেই বলিউডপ্রেমীদের জন্য আসছে একের পর এক চমক। নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ বহু প্রতীক্ষিত ও বিগ বাজেট হিন্দি ছবি (Hindi Cinema)। থ্রিলার, রোম্যান্স, কমেডি থেকে শুরু করে ঐতিহাসিক যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন স্বাদের ছবি নিয়ে প্রস্তুত বড়পর্দা।
৭ নভেম্বর মুক্তি পাচ্ছে দুটি ছবি
*‘হক’: ইয়ামি গৌতম ও ইমরান হাসমি অভিনীত এই ছবি নির্মিত হয়েছে শাহ বানো মামলার সত্য ঘটনা অবলম্বনে।
*‘জটাধরা’*: সোনাক্ষী সিনহা অভিনীত এই হরর-থ্রিলারে উঠে আসবে ব্ল্যাক ম্যাজিকের রহস্য। পিশাচিনী রূপে দেখা যাবে সোনাক্ষীকে।
১৪ নভেম্বর আসছে
*‘দে দে প্যায়ার দে ২’*: অসমবয়সী প্রেমের গল্প নিয়ে হাসির মোড়কে তৈরি এই ছবির পরিচালনায় রয়েছেন অংশুল শর্মা।
*২১ নভেম্বর মুক্তি পাচ্ছে তিনটি ছবি*
*‘১২০ বাহাদুর’*: ফারহান আখতার অভিনীত এই ছবি রেজাং লা যুদ্ধের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত।
*’গুস্তাখ ইশক’: পুরনো দিল্লি ও পাঞ্জাবের ঐতিহ্যকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে রয়েছেন বিজয় বর্মা ও ফতিমা সানা শেখ।
*‘মস্তি ৪’*: রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব আনসারিকে নিয়ে নস্ট্যালজিয়ায় ভরপুর এই কমেডি সিরিজের নতুন কিস্তি।
*২৮ নভেম্বর বড়পর্দায় আসছে নতুন জুটি*
*‘তেরে ইশক মে’*: ধনুশ ও কৃতী স্যানন প্রথমবার একসঙ্গে। পরিচালনায় আনন্দ এল রাই।