‘বিজেপির নবান্ন অভিযানে সংযত ছিল পুলিশ’- বললেন মমতা

জেলা সফরে দুই মেদিনীপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

September 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

জেলা সফরে দুই মেদিনীপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ সেপ্টম্বর পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে পুলিশকর্মীদের শরীর-স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার সময় বিজেপির নবান্ন অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নবান্ন অভিযানে এসিপি আক্রান্ত হয়েছেন। জগাছার এক পুলিশ কর্মীর চোখে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে নষ্ট হতে বসেছে। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের গাড়িতে আগুন দিয়ে দিয়েছে। পুলিশ চাইলেই গুলি চালাতে পারত। ​কিন্তু তারা তা করেনি। পুলিশ সংযতভাবে মোকাবিলা করেছে।

একদিকে, বিজেপির নেতারা নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে সরব হচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর এদিনের মন্তব্য পুলিশকে ক্লিনচিট দিল। নবান্ন অভিযানে বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, গুন্ডামি করতে ট্রেন ভাড়া করে বহিরাগতদের আনা হয়েছিল। আদোলনের নামে গুণ্ডামি করেছে বিজেপি। মানুষ পাশে নেই জেনেই এই গুন্ডামি করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি কর্মীরা ব্যাগে বোমা এনেছিল। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় আন্দোলন করতে কোনও বাধা নেই। আন্দোলনের নামে গুন্ডামি কাম্য নয়।

যদিও বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি বলেছিলেন নবান্ন অভিযানে লোক হয়নি। বিজেপির বেলুন ফুটো হয়ে গিয়েছে বলেও কটাক্ষ করেছিলেন মমতা। তবে মুখ্যমন্ত্রী আজ সাফ জানালেন, যারা গাড়ি পুড়িয়েছে, পুলিশকে মারধর করেছে, তাদের জন্য আইন আইনের পথেই চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen