বাংলায় চলছে গ্রীষ্মের ঝোড়ো ব্যাটিং, মেয়াদ বাড়ল গরমের ছুটির

রাজ্যে গরমের দাপট চলছেই। তাই তীব্র তাপদাহের কারণে ছুটির মেয়াদ ৩১ মে, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

May 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়ল। রাজ্যের সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি চলছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো ২৪ মে খোলার কথা ছিল। কিন্তু রাজ্যে গরমের দাপট চলছেই। তাই তীব্র তাপদাহের কারণে ছুটির মেয়াদ ৩১ মে, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২ জুন, সোমবার থেকে স্কুলগুলিতে পঠনপাঠন চালু হবে। বিদ্যালয় কর্তৃপক্ষকে সেই অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা রাজ্য (দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি উপবিভাগগুলি সহ) প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই সিদ্ধান্তের আওতায় রয়েছে।

উল্লেখ্য, সরকারি স্কুলগুলিতে যে গরমের ছুটি বাড়তে চলেছে বুধবারই নবান্নের বৈঠক থেকে তার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি স্কুলগুলির কাছেও তিনি অনুরোধ করেছিলেন। তিনি বলেন, ‘লিখিত কোনও নির্দেশিকা পাঠাচ্ছি না। এটা আবেদন। সরকারি স্কুলগুলোকে ছুটি দিয়ে দিয়েছি, বেসরকারি স্কুলগুলোও যেন ছুটি দিয়ে দেয়। আপনারা এই ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে করে দিলে ভাল হয়। বাচ্চারা বাড়িতে থাকুক।’ এখন দেখার বেসরকারি স্কুলগুলি রাজ্যের আবেদনে সাড়া দেয় কি-না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen