তিন মাস অন্তর নয়, এবার প্রতিমাসে আসবে বিদ্যুতের বিল

এই বিলের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে পারে।

July 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তিন মাস অন্তর নয়, এবার প্রতিমাসে আসবে বিদ্যুতের বিল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্য বিদ্যুৎ পর্ষদের গ্রাহকদের জন্য বড় খবর। এই বিলের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে পারে। বিধানসভায় এমনই ইঙ্গিত দিলেন বিদ্য়ুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এখন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের গ্রাহকরা প্রতি ৩ মাস অন্তর বিদ্যুতের বিল দিয়ে থাকেন। তবে সেই নিয়মে পরিবর্তন হতে পারে।

এদিন বিধানসভায় বিদ্যুৎ মন্ত্রী বলেন, কলকাতার মতো রাজ্যের বাকি জায়গাগুলোতেও প্রতি মাসে বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে পর্যালোচনা চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই তিন মাস অন্তর বিল আসে বিদ্যুৎ পর্ষদের গ্রাহকদের। তিন মাসের মোট বিদ্যুৎ খরচের ওপর গড়ে বিল পাঠানো হয়, কিন্তু এই পদ্ধতিতে অতিরিক্ত চার্জ দিতে হয়, এ নিয়ে অনেক প্রতিবাদ করেছেন গ্রাহকেরা। অনেকের দাবি, ৩ মাস অন্তর ইউনিটের বিল চোকাতে প্রতি ইউনিটের দাম পড়ে বেশি। যদিও মাসিক বিল চালুর দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করছে গ্রাহকদের সংগঠন

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen