‘নজর রাখা হচ্ছে, মামলা বন্ধ করছি না’, SIR নিয়ে কমিশনকে বার্তা শীর্ষ আদালতের

October 17, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: বৃহস্পতিবার SIR সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে কার্যত কড়া ভাষায় বার্তা দিল সুপ্রিম কোর্ট। আগেই শীর্ষ আদালত বলেছিল, আইনবিরুদ্ধ কিছু হয়েছে প্রমাণ মিললেই গোটা ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। এদিন যেন সেই কথার প্রতিধ্বনি শোনা গেল ফের। শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চ এদিন জানিয়েছে, ‘বিস্তারিত ভোটার তালিকা দিতে বাধ্য নির্বাচন কমিশন। নির্বাচনের আগে তাদের চূড়ান্ত তালিকা দিতেই হবে। আমরাও নজর রাখছি। মোটেই মামলা বন্ধ করছি না।’ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে ৪ নভেম্বর। এর মধ্যে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। তাতে দেখাতে হবে, একজন বৈধ ভোটারের নামও বাদ যায়নি। সব বৈধ ভোটারদের নাম রয়েছে, তা নিশ্চিত না-হওয়া পর্যন্ত নজরদারি চালাবে সর্বোচ্চ আদালত। বাদ পড়া ভোটারদের যে জেলাস্তরে আ‌ইনি সহায়তার নির্দেশ দেওয়া হয়েছিল, তার কী হল? জানতে চায় সুপ্রিম কোর্ট। কমিশনের আইনজীবী জানান, একজনও আবেদন করেনি। মুসলমানদের নাম বাদ দেওয়ার অভিযোগ মিথ্যা। কমিশন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। প্রশ্ন উঠছে, এতই যদি স্বচ্ছ, তাহলে পুরো তথ্য কেন প্রকাশ করা হচ্ছে না?

 

বিহারে SIR-র পর বাদ পড়েছে ৬৮ লক্ষ ৬৬ হাজার নাম। অন্তর্ভুক্ত হয়েছেন ২১ লক্ষ ৫৩ হাজার ভোটার। ৩০ সেপ্টেম্বর কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৪২ লক্ষ। বিহার বিধানসভায় ৬ নভেম্বর প্রথম দফার ভোট। তার দু’দিন আগে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করায় কমিশন রীতিমতো চাপে। এদিন মামলাকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (APDR) আইনজীবী প্রশান্ত ভূষণ কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশান্ত ভূষণ বলেন, ‘নাম বাদ দেওয়ার কারণ কেন স্পষ্ট করছে না কমিশন? দুই দফার ভোটে ১৭ অক্টোবর এবং ২০ অক্টোবর প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। অথচ এখনও ভোটার তালিকা প্রকাশ করছে না কেন?’

 

কমিশনের আইনজীবী রাজেশ দ্বিবেদী বলেন, ‘আগামী ২১ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ওই তালিকার ভিত্তিতেই ভোট হবে। ভোটপর্ব চলছে। আর এডিআর এখন তালিকা বিশ্লেষণে নেমেছে। আগে তো ভোট হতে দিন।’ প্রশান্ত ভূষণের পালটা বক্তব্য ছিল, ‘ভোট হয়ে গেলে আর কী হবে? বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়ছে কি-না, সেটাই তো আমাদের উদ্বেগের বিষয়।’

 

এরপরই বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি সূর্য কান্তর মন্তব্য, ‘কমিশন তার নিজের দায়িত্ব ভালো করেই জানে। আমাদেরও নজর আছে। কমিশনকে ভোটার তালিকা প্রকাশ করতেই হবে। ২১ অক্টোবর সেটা করুক কমিশন। তখন দেখা যাবে কারা থাকল, আর কারা বাদ গেল। ফলে বিষয়টি এখানেই শেষ হয়ে যায়নি। আমরা মামলা বন্ধ করছি না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen