Weather Report: উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে বর্ষা! তার আগেই জেলায় জেলায় বৃষ্টি শুরু
May 28, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক , দৃষ্টিভঙ্গি, ০৫:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে সারা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৮ মে থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
এই দুর্যোগের জেরে গঙ্গাসাগরে চলছে মাইকিং। সতর্ক করা হচ্ছে সকলকে। ব্যান্ডেলে বৃষ্টিতে জল জমে গেছে। কলকাতায় দিনভর কখনও মাঝারি বৃষ্টি কখনও ভারী বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।