Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি! স্বাধীনতা দিবসে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে এতদিন ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও আজ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:৪১: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই সিস্টেম ক্রমশ শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনের মধ্যে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে প্রবেশ করবে। সরাসরি প্রভাব না থাকলেও বিপুল জলীয় বাষ্প ঢুকবে বাংলায়, যার ফলে কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে। এই নির্দেশ আজ পর্যন্ত বলবৎ থাকবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চলছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে এতদিন ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও আজ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।
এদিকে নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গেও ফের ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত উত্তাল থাকতে পারে বাংলা ও সংলগ্ন ওড়িশার উপকূলবর্তী সমুদ্র। দক্ষিণের সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি।
আজ কলকাতাসহ সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি উল্লেখযোগ্য। শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।