Weather Update: অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন
June 18, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৭:৪০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে ৬০-৭০ কিমি বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে বাংলায়। নিম্নচাপের জুড়ে উত্তাল থাকবে সমুদ্র। আজ এবং আগামীকাল সমুদ্রে যাতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা ও উত্তর দিনাজপুরে।