Weather Update: আজ একাদশী, জেনে নিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।
উত্তরবঙ্গের তিনটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গের বীরভূম জেলায় দু’একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।