Weather Update: আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারের পর দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে। আগামীকাল বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।