Weather Update: বৃষ্টি থেকে কবে মুক্তি? কী বলছে আবহাওয়া দপ্তর?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ওড়িশা ও ছত্তিশগড়ের ওপর থাকা নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে ৷ বর্তমানে উত্তর ছত্তিশগড় এবং উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে ৷ নিম্নচাপটি আজকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে আরও দুর্বল হবে এবং সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে। রবিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রায় ২০০মিলিমিটার বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।