Weather Update: রাজ্যে এই সপ্তাহে কেমন থাকবে ঠান্ডা?

January 6, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থাকবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত আবারও নতুন করে রাজ্যের সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ির ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং-র দু একটি জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা আছে।  সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া।  রবিবার সকাল থেকে কলকাতা এবং শহরতলির আকাশ ছিল মেঘলা। রোদ ওঠেনি। যার ফলে ঠান্ডা বেড়েছে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও কড়া শীতের আমেজ রয়েছে। আজ থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহ থেকে ফের তাপমাত্রা নামবে। আগামী তিন দিনে নতুন করে দুই থেকে তিন ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তারপর বৃহস্পতিবার থেকে আর বাকি সপ্তাহে তেমন হেরফেরের সম্ভাবনা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen