Weather Update: আজ রবিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ থাকবে। দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে জেলায়। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে । আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানাল আবহাওয়া দপ্তর।