Weather Update: সরস্বতী পুজো জাঁকিয়ে পড়বে শীত?
January 22, 2026
|
< 1 min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৭:৪০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি থাকবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে সরস্বতী পুজোর সকালে জাঁকিয়ে শীত পড়ছে না বরং ভোর এবং সকালের দিকে হালকা শীত অনুভূত হবে। বেলা বাড়লে গরম পড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে তাপমাত্রা। শুধু ভোর এবং রাতের দিকেই শীত অনুভূত হবে।একই পরিস্থিতি থাকবে কলকাতার। এখানেও বেলা বাড়তেই গরম অনুভূত হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও মালদায় বাড়বে তাপমাত্রা।