Weather Update: পরের সপ্তাহে শীত পড়ার আভাস দিল আবহাওয়া দপ্তর
October 14, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ১৮ অক্টোবর রাজ্য থেকে একবারে বিদায় নেবে মৌসুমি বায়ু। তার পরই দক্ষিণবঙ্গে ঢুকবে উত্তুরে হাওয়া। ধীরে ধীরে শীত পড়বে রাজ্যে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতাত বৃষ্টির আশঙ্কা নেই। আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে। । কিছু জায়গায় বৃষ্টি হতে পারে । আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গেও বৃষ্টির আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরে তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস রয়েছে। শীতের আমেজ ভালোই পাওয়া যাবে উত্তরবঙ্গে।