BGBS-র পর নতুন করে ৩১৬৫টি প্রকল্প ছাড়পত্র পেয়েছে, জানালেন অমিত মিত্র
BGBS পর পশ্চিমবঙ্গে ৩১৬৫টি নতুন প্রকল্প ছাড়পত্র পেল। শিল্প, রফতানি, কর্মসংস্থানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বড় বিনিয়োগের প্রস্তুতি
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩১: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এবং রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) জানান, মুখ্যমন্ত্রীর গাইডেন্সে বিজিবিএসের (BGBS) পর নতুন করে ৩১৬৫টি প্রকল্প ছাড়পত্র পেয়েছে।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির বৈঠক হয়। সেখানেই এই পরিসংখ্যান সামনে এসেছে বলে অমিতবাবু জানান। একই সঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশদে আলোচনা হয়েছে। তাঁর নেতৃত্বে কিছু নির্দিষ্ট খাতে জোর দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই কাজ চলছে।”
তিনি জানান, যে পাঁচটি বিষয়ের ভিত্তিতে প্রকল্প নির্বাচন করা হয়েছে সেগুলি হল —১) শিল্প বৃদ্ধির সম্ভাবনা, ২) কর্মসংস্থানের সুযোগ ৩) রফতানির সম্ভাবনা, ৪) রাজ্যের প্রতিযোগিতামূলক সুবিধা, ৫) রাজস্ব সৃষ্টির সম্ভাবনা।
শিল্পে আরও গতি আনতে কিছু শিল্পক্ষেত্রকে ‘ফোকাস ইন্ডাস্ট্রি’ হিসেবে চিহ্নিত করেছে রাজ্য। তার মধ্যে রয়েছে —ইস্পাত, রত্ন ও গয়না, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ, পোলট্রি, মাছ উৎপাদন ও চিংড়ি রফতানি পর্যটন (ধর্মীয় ও সাংস্কৃতিক), টেক্সটাইল ও গার্মেন্টস (হসিয়ারি, রেডিমেড পোশাক), চামড়া ও চামড়া-জাত সামগ্রী (দেশের মোট রফতানির ৫০% পশ্চিমবঙ্গ থেকেই), মেডিক্যাল ডিভাইস ও ফার্মাসিউটিক্যালস (২০২৩-২৪ আর্থিক বছরে ২০.৫ মিলিয়ন ডলারের রফতানি)।
তবে ছাড়পত্রপ্রাপ্ত এই প্রকল্পগুলির মোট বিনিয়োগ কত, তা এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন অমিত মিত্র। নবান্ন সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, আগামী দুর্গাপুজোর পর রাজ্যে আয়োজিত হবে একটি বড় ব্যবসায়িক সম্মেলন — ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’।