এবার থেকে সারা বছরই হবে দেবী দর্শন, ‘দুর্গা অঙ্গন’ তৈরির কাজ শুরু হিডকোর
Authored By:

হিডকো (WBHIDCO) সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জমি সমতল ও উঁচু করার কাজ চলছে। মন্ত্রিসভার অনুমোদনের পর হিডকো গত ২২ আগস্ট দরপত্র ডাকে। সেখানে প্রকল্পের আনুমানিক ব্যয় (Estimated amount) ধরা হয়েছে ২৬১ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৩০৪ টাকা।
দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১১ সেপ্টেম্বর। এরপরই কাজ শুরু হয়ে যায়। শর্ত অনুযায়ী, পুরো নির্মাণ শেষ করতে হবে ২৪ মাসের মধ্যে। ফলে ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যেই সম্পূর্ণ হওয়ার কথা ‘দুর্গা অঙ্গন’-এর কাজ।
দীঘার জগন্নাথধামের ধাঁচে তৈরি হবে এই মন্দিরসদৃশ কমপ্লেক্স। রাজ্য সরকারের দাবি, বাংলার দুর্গাপুজো ও ইউনেস্কোর সাংস্কৃতিক স্বীকৃতিকে (Intangible Cultural Heritage) সম্মান জানাতেই এই উদ্যোগ। দীঘার জগন্নাথধামের মতো এখানেও মূল দায়িত্বে রয়েছে হিডকো। সম্প্রতি সংস্থার চেয়ারম্যান হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।