পড়ুয়াদের পুষ্টিই অগ্রাধিকার! নিজ কোষাগারের অর্থে মিড ডে মিলে ডিম ও ফলের ব্যবস্থা করবে রাজ্য

স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়াকে সপ্তাহে দু’দিন করে অতিরিক্ত ডিম দিতে হবে, যা একদিন করে দেওয়া হয়।

February 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
নিজ কোষাগারের অর্থে মিড ডে মিলে ডিম ও ফলের ব্যবস্থা করবে রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মিড ডে মিলে পড়ুয়াদের বাড়তি ডিম ও ফল খাওয়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যার জন্য পড়ুয়া পিছু ৮ টাকা খরচ করবে রাজ্য। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা দিয়ে জানিয়েছে, চলতি বছরের ৩১ মার্চের মধ্যে এই নিয়ম প্রতিটি স্কুলে চালু করতে হবে।

বিশেষজ্ঞরা একাধিকবার বলছেন, ডাল, সবজির সঙ্গে বাড়তি পুষ্টির জন্য ডিম, ফল দেওয়া জরুরি। স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের খরচ কেন্দ্র, রাজ্য উভয়ই বহন করে। অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য একাধিকবার কেন্দ্রকে বলেছে রাজ্য। কেন্দ্র তিন মাস আগে মিড ডে মিলের জন্য খুব সামান্য অর্থ বরাদ্দ করেছে যা দিয়ে ডাল, সবজি, ভাত দিতেই বেগ পাচ্ছে রাজ্য। তা সত্ত্বেও রাজ্য বাড়তি পুষ্টির ব্যবস্থা করতে অর্থ বছরের শুরুতেই মিড ডে মিলে অতিরিক্ত ডিম, ফল যোগ করতে চলেছে। টাকা দেবে স্কুল শিক্ষা দপ্তর। ২০২৪-২৫ অর্থবর্ষে ‘ফ্লেক্সি ফান্ড’ হিসাবে বরাদ্দ ৭৫৬২.৫৩ লক্ষ টাকা থেকে যে অর্থ উদ্বৃত্ত হয়েছে, সেখান থেকে পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে।

স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়াকে সপ্তাহে দু’দিন করে অতিরিক্ত ডিম দিতে হবে, যা একদিন করে দেওয়া হয়। ফল থাকতে হবে মেনুতে। মিড ডে মিলে বাড়তি পুষ্টি সংযোজনের সময়সীমা পাঁচ সপ্তাহ হিসাবে নির্ধারণ করা হয়েছে। রাজ্যের মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টর পারমিতা রায় জানিয়েছেন, বাড়তি অর্থ থেকে বাচ্চাদের সাপ্লিমেন্টারি নিউট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। চলতি অর্থবর্ষে সময় কম রয়েছে বলে ১১ দিনের কথা উল্লেখ করা হয়েছে। তবে তা পাঁচ সপ্তাহের মধ্যে ভাগ করা হয়েছে, যাতে প্রতি সপ্তাহে পড়ুয়ারা পুষ্টিকর খাবার পায়। রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষকমহল। সমস্ত বিদ্যালয় এই দায়িত্ব যাতে যথাযথ ভাবে পালন করে, তারও সঠিক নজরদারি প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen