বাংলায় বাড়ছে ১৩,৮১৬ বুথ, সর্বদলীয় বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন
নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো তালিকা অনুযায়ী প্রাথমিকভাবে রাজ্যে ১৩,৮১৬টি নতুন বুথ স্থাপনের প্রস্তাব এসেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১০: বাংলায় পবুথ সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো তালিকা অনুযায়ী প্রাথমিকভাবে রাজ্যে ১৩,৮১৬টি নতুন বুথ স্থাপনের প্রস্তাব এসেছে।
বর্তমানে রাজ্যে মোট বুথ সংখ্যা ৮০,৬৮১। নতুন বুথ যোগ হলে তা দাঁড়াবে ৯৪,৪৯৭। বুথের নতুন হিসাব অনুযায়ী, এখন একটি বুথে সর্বাধিক ১,২০০ ভোটার থাকতে পারবেন, আগের নিয়মে সংখ্যা ছিল ১,৫০০।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস ইতিমধ্যেই খসড়া তালিকা স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে পাঠিয়েছে। আগামী বুধবার সর্বদলীয় বৈঠক ডেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। তারপর জেলাশাসকদের রিপোর্ট পাঠিয়ে দিল্লির কমিশন অফিসে চূড়ান্ত অনুমোদন হবে।
জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, সর্বাধিক বুথ দক্ষিণ ২৪ পরগনায় (বর্তমান ৮,৮৫৯; প্রস্তাবিত ১০,৪১০), এরপর উত্তর ২৪ পরগনা (বর্তমান ৮,৬৫৮; প্রস্তাবিত ১০,০৫৪), মুর্শিদাবাদ (বর্তমান ৫,৮৯৫; প্রস্তাবিত ৭,১৪৬)। হুগলি ও নদীয়ারও উল্লেখযোগ্য সংখ্যক নতুন বুথ প্রস্তাবিত হয়েছে। এছাড়াও ৩৭টি বুথ সংযুক্ত, ১,২৫৩টির পরিকাঠামো নবায়ন, এবং ৭০৩টি বুথ স্থানান্তরের প্রস্তাব এসেছে। নতুন বুথ ব্যবস্থা আগামী উপনির্বাচন থেকে ধাপে ধাপে কার্যকর হবে।