আবার বাংলার জয়, এবার স্বচ্ছ ভারত মিশনে পুরস্কৃত হবে রাজ্য
বাংলা পূর্ব ভারতে প্রথম স্থান অধিকার করেছেওয়াল পেন্টিং প্রতিযোগিতায় (বায়ো ডিগ্রেডেবল বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ফেক্যাল স্লাজ ব্যবস্থাপনা)।
September 23, 2022
|
< 1 min read
Authored By:

আগামী ২ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে স্বচ্ছ ভারত মিশনে (Swachh Bharat Mission) সাতটি ক্ষেত্রে পুরস্কৃত হবে বাংলা।
বাংলা পূর্ব ভারতে প্রথম স্থান অধিকার করেছেওয়াল পেন্টিং প্রতিযোগিতায় (বায়ো ডিগ্রেডেবল বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ফেক্যাল স্লাজ ব্যবস্থাপনা)। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর এছাড়া আরও একাধিক বিভাগে পুরস্কার পাচ্ছে বাংলা।