সপ্তমীতে দেবী দুর্গার ভোগে কী কী নিবেদন করা হয়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৭:৩০: সপ্তমী থেকে নবমী, এই তিনদিন দেবীকে অন্নভোগ নিবেদন করা হয়। কোথাও খিচুড়ি, কোথাও পুষ্পান্ন দেওয়া হয়। পাঁচ বা সাত বা নয় রকম ভাজা, আলু-পটলের ডালনা, আলুর দম, ছানার ডালনা, পনির, ধোঁকা ইত্যাদিও থাকে। রায়চৌধুরী বাড়িতে সপ্তমী ও নবমীর দিনে মাকে পেঁয়াজ-রসুন ছাড়া রুইমাছের পদ ভোগ হিসাবে দেওয়া হয়। কোথাও আবার মায়ের ভোগে ভাতও থাকে। ভাতের প্রসাদের সঙ্গে থাকে বিভিন্নরকম নিরামিষ সবজি, পাঁচমিশালী তরকারি, পায়েস, সুক্ত।
অন্নভোগের রীতি যাঁদের নেই, তাঁরা লুচি, মিষ্টি, নাড়ু নিবেদন করেন। মিষ্টান্ন ভোগ দেওয়া হয় জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁ বাড়িতে। নারকেল ছাপ, চন্দ্রপুলি, বিভিন্ন ক্ষীরের মিষ্টি, রাবড়ি থাকে ভোগে। দর্জিপাড়া মিত্রবাড়িতে সারা বছর ধরে তৈরি করা আম, কুল, তেঁতুলের আচার, বড়ি নিবেদন করা হয় মাকে। লুচি ও নানা রকমের ভাজাও দেওয়া হয়। সঙ্গে থাকে গজা ও বিভিন্ন মিষ্টি।
সুরুল জমিদার বাড়িতে পুজোর ক’দিন ভিয়েন বসিয়ে তৈরি হয় পান্তুয়া, মিহিদানা, লাড্ডু ও নানান মিষ্টি। থাকে নারকেল নাড়ু। ভোগ আরতির আগে গাওয়া ঘিয়ে ভাজা লুচি, সুজির হালুয়া ও মিষ্টি নিবেদন করা হয়।