ষষ্ঠাদিকল্প বোধনের পুজোয় কী কী নিবেদন করা হয় দেবী দুর্গাকে?
September 27, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: দুর্গা আরাধনার সাতকল্পের অন্যতম হল ষষ্ঠাদিকল্প। আশ্বিনের শুক্ল পক্ষে ষষ্ঠীর দিনে দেবীর বোধন শুরু হয়। বিল্ববৃক্ষের তলে বোধনের মাধ্যমে দেবীকে নিদ্রা থেকে জাগানো হয়। বোধনের পর মায়ের অধিবাস ও আমন্ত্রণ, তারপর মূল পুজো।
বোধনের পুজোয় শিব, দুর্গা, নারায়ণ ও গৃহদেবতাকে নৈবেদ্য নিবেদন করা হয়। পিতলের থালায় চাল চূড়া করে সাজিয়ে নৈবেদ্য নিবেদন করা। চালের মাথায় থাকবে মণ্ডা। পাঁচকলাই ও ফল দিতে হবে। দুধ, দই ও চিনির নৈবেদ্যও থাকে। মিষ্টান্ন থাকতে পারে। থাকে কদমা, বাতাসা।
দুর্গাপুজোয় নৈবেদ্যে চাল অতি গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে, পুজোর উপকরণে ঘাটতি থাকলে চাল দিয়ে তা পূরণ হয়। শাস্ত্র মতে চালের ‘অক্ষত’ দানাই নৈবেদ্যে গ্রহণীয়। গোটা চালই দেওয়ার নিয়ম রয়েছে পুজোয়। যার নাম আমান্ন।