কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া কী, জানাল সিরাম
রাজ্য সরকার যে কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
Authored By:

কোভিশিল্ড (covid Shield) নেওয়ার পর প্রতি ১০ জনে একজনের জ্বর, বমিভাব, গলাব্যথা, কাঁপুনি, কাশি, টিকা নেওয়ার জায়গা ফুলে ওঠা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া ব্যথা, লাল ভাব, চুলকানি, ক্লান্তি, মাথা ব্যথা, অসুস্থ বোধ করা, গাঁটে গাঁটে ব্যথা— এইসব উপসর্গও দেখা দিতে পারে। এগুলিও প্রতি ১০ জনে একজনের হতে পারে। এছাড়া প্রতি ১০০ জনে একজনের তলপেটে ব্যথা, প্রচণ্ড ঘাম ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। ফ্যাক্ট শিট প্রকাশ করে একথা জানিয়েছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India)। টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে স্থানীয় হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। অথবা সিরামের (Serum) টোল ফ্রি নম্বরে কথা বলতে অনুরোধ করা হয়েছে। নম্বরটি হল ১৮০০১২০০১২৪। রাজ্য সরকার যে কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।