‘স্বাধীনতা দেওয়া যায় না, অর্জন করে নিতে হয়’, Independence Day-র শুভেচ্ছা বার্তায় কী জানালেন অভিষেক

স্বাধীনতা দিবসে দেশবাসীর প্রতি তাঁর আহ্বান, আসুন এই স্বাধীনতা দিবসে, আমরা যেকোনও মূল্যে আমাদের গণতন্ত্র রক্ষা করার, সংবিধানকে রক্ষা রাখার

August 15, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫২: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যম তিনি লিখছেন, ”স্বাধীনতা দেওয়া যায় না, অর্জন করে নিতে হয়”

X হ্যান্ডেলে ডায়মন্ড হারবারের সাংসদ লিখেছেন, “৭৮ বছর আগে আজকের এই দিনে, ভারত স্বাধীনতার জন্য জেগে উঠেছিল। অপরিসীম ত্যাগ, সাহস এবং ঐক্যের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। আজ, যখন আমরা আমাদের তিরঙ্গাকে প্রণাম করি, তখন আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, আমরা কি সেই ঐতিহ্যকে সম্মান করছি?” স্বাধীনতার প্রকৃত অর্থ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও লেখেন, “প্রকৃত স্বাধীনতার অর্থ হল ভয়, ক্ষুধা, অবিচার এবং বৈষম্য থেকে মুক্তি। দুঃখের বিষয়, ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের নীতিতে পরিচালিত ভারতের আদর্শকে নষ্ট করা হচ্ছে।”

স্বাধীনতা দিবসে দেশবাসীর প্রতি তাঁর আহ্বান, “আসুন এই স্বাধীনতা দিবসে, আমরা যেকোনও মূল্যে আমাদের গণতন্ত্র রক্ষা করার, সংবিধানকে রক্ষা রাখার, প্রতিটি ভারতীয়ের অধিকার রক্ষা করার শপথে ফের প্রতিজ্ঞাবদ্ধ হই। তবে আমাদের শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। জয় হিন্দ।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen