রাজ্য সরকারকে না-জানিয়ে নেপালে না যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর, আর কী বললেন তিনি?
CM Mamata Banerjee, Nepal, Gen Z protests, state government, Kathmandu,

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৯: গণবিক্ষোভের জেরে পড়ে গিয়েছে নেপাল সরকার। পালানোর পথ খুঁজছেন নেপালের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপাল বাংলার সীমান্ত সংলগ্ন দেশ হওয়ায় উত্তাল পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এখানে। এ বিষয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মঙ্গলবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর বলেন, ‘‘নেপাল আমার দেশ নয়। বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি। এটা কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।”
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “নেপাল সীমান্ত নিয়ে কেন্দ্র এখনও আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি। তবে আমরা আমাদের পক্ষ থেকে শিলিগুড়ি, কালিম্পং সহ প্রত্যেকটি এলাকায় শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।” মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন এখন নেপালে না যান। সীমান্ত রাজ্য হিসেবে শিলিগুড়ি ও কালিম্পংয়ে নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন। নেপালের উত্তেজনার আঁচ যাতে রাজ্যের কোনও অংশে না পৌঁছায়, তার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।