বার্ড ফ্লু নিয়ে কী ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যসচিব?

বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বাংলায়।

June 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বাংলায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বাংলায়। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অযথা বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মুরগির ডিম, মাংস খাওয়া নিয়ে কোনও বিধিনিষেধ নেই বলেও জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার। বিভিন্ন পরীক্ষাগারে সংক্রমিত মুরগির পরীক্ষা করে এখনও বার্ড ফ্লুর কোনও চিহ্ন মেলেনি রাজ্যে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার জানিয়েছেন, রাজ্যের প্রতিটি খামারে নজরদারি চালানো হচ্ছে। কোথাও কোনও প্রাণীর মৃত্যুর খবর নেই। ফলে রাজ্যে মুরগির ডিম বা মাংস খাওয়ায় কোনও বাধা নেই।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদহে এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের হদিস পাওয়া যায়। তা থেকেই গোটা রাজ্যজুড়ে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়ায়। তৎপর হয় স্বাস্থ্য দপ্তর। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরও বিভিন্ন এলাকার পরীক্ষাগারে মুরগির নমুনা পরীক্ষা করে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, মালদহের শিশুটি সুস্থ রয়েছে। মালদহের ওই এলাকায় এবং রাজ্যের অন্যত্রও কোথাও মুরগির শরীরে বার্ড ফ্লুর চিহ্ন মেলেনি। শিশুটি কীভাবে আক্রান্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen