চাল রপ্তানির প্রশ্নে ভারতকে কী বলছে IMF?
ভারতকে চাল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানাবেন বলেও জানান আইএমএফ প্রধান।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত চাল রপ্তানি বন্ধ করলেই, বিশ্বের বহু দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে, এমনই মত আইএমএফের। আইএমএফের মত, ভারতের উচিত চাল রপ্তানি প্রসঙ্গে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া। অন্যথায় খাদ্য সংকটের পাশাপাশি বৃদ্ধি পাবে মুদ্রাস্ফীতি। ভারত যাতে চাল রপ্তানি বন্ধ না করে; সে অনুরোধও জানানো হবে বলে জানিয়েছে আইএমএফ।
আইএমএফ প্রধান, অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ের গৌরিঞ্চাস এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞার কারণে বিপত্তি দেখা দিতে পারে। বিশ্বের বহু দেশেই সংকট তৈরি হতে পারে। খাদ্যসামগ্রীর দামে সংকটের প্রভাব পারতে পারে। ভারতকে চাল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানাবেন বলেও জানান আইএমএফ প্রধান।
আসন্ন উৎসবের মরশুমে খোলাবাজারে চালের দর বৃদ্ধি ঠেকাতে গত ২০ জুলাই নন বাসমতি সাদা চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মোদী সরকার। খাদ্যমন্ত্রক জানিয়েছে, রপ্তানি নীতিতে কোনওরকম বদল আনা হয়নি। ভারত থেকে রপ্তানি হওয়া চালের ২৫ শতাংশই নন বাসমতি সাদা চাল। দীর্ঘদিন সেই চালের রপ্তানি বন্ধ থাকলে বহু দেশেই সংকট প্রকট হতে পারে।