কী দেখা হচ্ছে SIR-র জন্য? কমিশনের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: রাজ্যে চলছে SIR-র কাজ। বাংলায় SIR-র কাজ শুরু হওয়ার পরই কলকাতা হাই কোর্টে মামলা হয়েছিল। আবেদনকারীর দাবি ছিল, SIR হোক আদালতের নজরদারিতে। সেই মামলার প্রেক্ষিতে এবার কমিশনের রিপোর্ট তলব করল কলকাতা উচ্চ আদালত (Calcutta High Court)।
উচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে, SIR করার ক্ষেত্রে কী দেখা হচ্ছে, তা জানাতে হবে কমিশনকে। আগামী ১৯ তারিখের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এখন দেখার আদালতে কী রিপোর্ট দেয় কমিশন।
SIR-র সময়সীমা বৃদ্ধির দাবিও জানানো হয়েছিল মামলাকারীর তরফে। জানতে চাওয়া হয়েছিল, কেন SIR করা হচ্ছে, SIR করার প্রয়োজন কী, বিস্তারিতভাবে আদালতে জানাক জাতীয় নির্বাচন কমিশন (ECI)। ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করার আর্জিও করা হয়।
উল্লেখ্য, ফর্ম ফিল-আপ করার কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বর খসড়া তালিকা (Draft Voter List) প্রকাশ পাবে। ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা নেওয়া হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে অভিযোগ সংক্রান্ত শুনানি হবে। রাজ্যজুড়ে মোট ৮০,৬৮১ জন BLO কাজ করছেন। ৭ কোটি ৬৬ লক্ষের বেশি এনিউমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হবে ভোটারদের কাছে।