পল্লবী রহস্যমৃত্যুর নেপথ্যে কারণ কী? নয়া তথ্যে চাঞ্চল্য

একটুতেই রেগে যেতেন অভিনেত্রী। শেষ পর্যন্ত আলিপুর আদালত আগামি ২৬ এপ্রিল পর্যন্ত সাগ্নিককে পুলিশি হেপাজতে পাঠিয়েছে। এখন পুরোটাই আদালতের বিচারাধীন।

May 18, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
পল্লবীও সাগ্নিক চক্রবর্তী, ছবি সৌঃ আনন্দবাজার

আত্মহত্যা করার মতো নাকি কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি পল্লবীর! এমনটাই দাবি করেছেন তাঁর পরিবার ও বন্ধু-বান্ধবদের। মৃতের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে লিভ ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পুলিশি সূত্রে জানা গেছে, এই টেলি নায়িকার রহস্যমৃত্যুর নেপথ্যে ছিল নানা কারণ। রহস্য দানা বেঁধেছে সাগ্নিকের বয়ানে। সাগ্নিক আর পল্লবীর মধ্যে নাকি বাগবিতন্ডা লেগেই থাকত। এমনকি পরিচারিকার সঙ্গেও প্রায়শ ঝগড়া হত। একটুতেই রেগে যেতেন অভিনেত্রী। শেষ পর্যন্ত আলিপুর আদালত আগামি ২৬ এপ্রিল পর্যন্ত সাগ্নিককে পুলিশি হেপাজতে পাঠিয়েছে। এখন পুরোটাই আদালতের বিচারাধীন।

প্রশ্ন উঠছে, পল্লবীকে তবে কে হত্যা করল? মৃত্যুর আসল কারণ কী? সত্য উদ্ঘাটন হবে! নাকি পুরো ঘটনাটাই থেকে যাবে ধোঁয়াশায়?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen