লন্ডনে কী করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জানুন বিস্তারিত

তাঁর সঙ্গে আলাপচারিতায় থাকবেন কেলগ কলেজের সভাপতি অধ্যাপক জোনাথন মিশি এবং লর্ড ক্যারন বিলিমোরিয়া।

March 6, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
লন্ডনে কী করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২১ মার্চ লন্ডন সফরে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন সফরে নানা কর্মসূচি রয়েছে তাঁর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। পাশাপাশি এই সফরে শিল্পবৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৭ মার্চ, সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর সঙ্গে আলাপচারিতায় থাকবেন কেলগ কলেজের সভাপতি অধ্যাপক জোনাথন মিশি এবং লর্ড ক্যারন বিলিমোরিয়া। জানা যাচ্ছে, সামাজিক উন্নয়ন নিয়ে বলবেন বাংলার মুখ্যমন্ত্রী। শিশুকন্যা, শিশু ও নারী ক্ষমতায়ন উঠে আসবে তাঁর আলোচনায়। কেলগ কলেজের বক্তব্য, রাজনীতি, সাহিত্য এবং সংস্কৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর অভিনব। তাদের মতে, মমতা ভারতের অন্যতম প্রভাবশালী
নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং গ্রামীণ ক্ষেত্রে অভূতপূর্ব
উন্নয়ন হয়েছে। মমতার সরকার সংখ্যালঘু ও নারীদের কল্যাণের জন্য একাধিক সামাজিক প্রকল্প নিয়েছে। তাঁর নেতৃত্বে বাংলা নানান ক্ষেত্রে উন্নতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এবং বাংলার প্রশাসন পরিচালনার প্রায় চোদ্দ বছরের সফরের অভিজ্ঞতার কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen