বুধবারে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা? কী জানাল আবহাওয়া দপ্তর?

September 23, 2025 | 2 min read
Published by: Manas Modak

 

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৩: সোমবার রাতের পর মঙ্গলবার সকাল থেকে তেমন বৃষ্টি না-হলেও আশঙ্কার মেঘ ছিলই দিনভর। বুধবারও কি একই আবহাওয়া থাকবে কলকাতায়? বৃষ্টি কি বাড়বে? আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এমনিতে মঙ্গলবারও রাতভর ভারী বৃষ্টি হতে পারে। তা ছাড়া বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে একাধিক জায়গায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পরিমাণ দাঁড়াতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। বুধবার গোটা দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় বৃষ্টি আপাতত কম থাকলেও, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বাড়তে পারে। গত ৬ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কম রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বঙ্গোবসাগর এলাকায় বাতাসে ৪০-৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের আগামী ৫ দিন সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।

তবে উত্তরবঙ্গের চিত্র আলাদা। উত্তরের কোনও জেলাতেই আগামী ২৪ ঘণ্টা ভারী বা মাঝারি বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রাতভর বৃষ্টিতে হাঁটু থেকে কোমর জলে ডুবে গিয়েছে কলকাতার একাধিক এলাকা। শহরের বহু এলাকা থেকে জল এখনও নামেনি। উল্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুধু কলকাতাতেই ৮ জনের মৃত্যুর ঘটনা মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পইপই করে সতর্ক করে বলেছেন, পারতপক্ষে বাড়ি থেকে না বেরোতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen