কোহলি-রোহিত কবে অবসর নেবেন? রবি শাস্ত্রী দিলেন বড় ইঙ্গিত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩২: ভারতীয় ক্রিকেটে আবারও শুরু হয়েছে দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পর এখন তাঁদের একমাত্র লক্ষ্য ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ জয়। দীর্ঘ সাত মাস পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন তাঁরা। আর এই প্রত্যাবর্তনের পর থেকেই জোরালো হয়েছে প্রশ্ন—আর কতদিন আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে কোহলি-রোহিতকে?
দু’জনেরই বয়স এখন পঁয়ত্রিশের গন্ডি ছাড়িয়ে গেছে। এতদিন ধরে ভারতের ব্যাটিংয়ের ভরসা হয়েছেন তাঁরা। তবে বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক ফিটনেস এবং পারফরম্যান্স ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকের মতে, ২০২৭ পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখা সহজ হবে না। কিন্তু সাবেক ভারত কোচ রবি শাস্ত্রী বলছেন, এখনই কোনও রায়ে পৌঁছনো উচিত নয়। তাঁর মতে, সবকিছুই নির্ভর করছে তাঁদের ফিটনেস এবং খেলাটার প্রতি আগ্রহের উপর।
“কোহলি একজন দুর্দান্ত চেজার, আর রোহিত ওপেনিংয়ে বিস্ফোরক। যদি ওরা নিজের মধ্যে এখনও সেই পুরোনো আগুনটা খুঁজে পায়, ফিট থাকে এবং খেলাটা উপভোগ করে—তাহলে খেলা চালিয়ে যেতে কোনও বাধা নেই,” বলেন শাস্ত্রী। তিনি আরও যোগ করেন, “এখনও অনেক পথ বাকি। একেকটা সিরিজ করে এগিয়ে যাওয়াই সঠিক পদ্ধতি।”
গত বছর বার্বাডোসে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান রোহিত, কোহলি এবং জাডেজা। এরপর ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট থেকেও অবসর নেন তাঁরা। অনেকেই মনে করছেন, ওয়ানডে থেকেও তাঁদের বিদায় একইভাবে হতে পারে—হয়তো নিজেরাই সিদ্ধান্ত নেবেন, বা পরিস্থিতি তেমন করে দেবে।
শাস্ত্রীর বলেন, “ওদের কেউ জোর করে বিদায় দেয়নি, নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল। ওয়ানডেতেও একই ঘটনা ঘটতে পারে। যদি আর আগ্রহ না থাকে বা পারফরম্যান্স না আসে, ওরা নিজেরাই সরে দাঁড়াবে।”
তবে আপাতত ভারতীয় ওয়ানডে দলে কোহলি-রোহিতই সবচেয়ে বড় ভরসা। যদিও অধিনায়কের দায়িত্ব এখন শুভমন গিলের হাতে, অভিজ্ঞ এই জুটি এখনো দলের কেন্দ্রবিন্দু। ১৯ অক্টোবর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারাতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ভারতীয় দল। এই সিরিজেই অনেকটা স্পষ্ট হতে পারে, কোহলি-রোহিতের ক্রিকেট ভবিষ্যতের রূপরেখা।