বিরোধীরা সরব হতেই তোড়জোড় শুরু, কোথায় দাঁড়িয়ে সংসদীয় স্ট্যান্ডি কমিটি গঠন প্রক্রিয়া?

সূত্রের খবর, বিরোধীদের চাপে আগামী সপ্তাহে স্থায়ী কমিটিগুলি গঠনের কথা ঘোষণা করা হতে পারে।

September 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কেন্দ্রে নতুন সরকার গঠনের পর তিন মাস পেরিয়েছে৷ সংসদের স্থায়ী কমিটিগুলি এখনও গঠন করা হয়নি। স্ট্যান্ডিং কমিটি নিয়ে কেন্দ্রের টালবাহান চলছেই। ২৮ আগস্ট দেশের সংসদ বিষয়ক মন্ত্রীকে স্ট্যান্ডিং কমিটি গড়ার বিলম্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন চিঠি দিয়েছেন। কিন্তু তার কোনও জবাব মেলেনি। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এবং বিরোধীদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে৷ আলোচনায় কোনও অগ্রগতি হয়নি। সূত্রের খবর, বিরোধীদের চাপে আগামী সপ্তাহে স্থায়ী কমিটিগুলি গঠনের কথা ঘোষণা করা হতে পারে।

তৃণমূলের সঙ্গে কেউ কোনও আলোচনা করেনি, কথাও বলেনি এ বিষয়ে। সংসদের দুই কক্ষের তৃণমূলের দল নেতারা চিঠি দিয়েছেন। উল্লেখ্য, সংসদের দুই কক্ষ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সাংসদ সংখ্যা রয়েছে ৪১। কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যাটা ১২০। শোনা যাচ্ছে, তিনটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ পেতে পারে কংগ্রেসের। একেবারে সাধারণ অঙ্কের হিসাবে বলে ১২০ জন সাংসদের কংগ্রেস যদি তিনটি কমিটির প্রধানের পদ পায়। তাহলে ৪১ সংসদ সদস্যের দল তৃণমূলের অন্তত একটি কমিটির চেয়ারম্যানের পদ পাওয়া উচিত

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen