কলকাতার কাছাকাছি কোথায় ঘুরবেন? দেখে নিন এক ঝলকে Episode 2

হাতে সময় খুব অল্প? বেশি দূরে যেতে ইচ্ছে করছে না? মন বলছে ঘুর ঘুর? তাহলে আপনার জন্যে রইল কলকাতার আশপাশের সেরা পাঁচটি জায়গার খোঁজ।

January 28, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাতে সময় খুব অল্প? বেশি দূরে যেতে ইচ্ছে করছে না? মন বলছে ঘুর ঘুর? তাহলে আপনার জন্যে রইল কলকাতার আশপাশের সেরা পাঁচটি জায়গার খোঁজ।

বাওর বিতান

বাওর বিতান:
বাওর বিতান পুরোদস্তুর উইকেন্ড ডেস্টিনেশন। বনগাঁর থেকে একটু দূরে পাঁচপোতা এলাকায় অবস্থিত, এই বাওর লেক ভিউ ইকো রিসোর্টটির প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ।

প্রিন্সেপ ঘাট

প্রিন্সেপ ঘাট:
প্রিন্সেপ ঘাট কলকাতার ঐতিহ্য, যা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। আজও এর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। বিকেল কাটানোর সেরা জায়গা এটি। ১৮৪১সালে জেমস প্রিন্সেপের নামানুসারে এই ঘাটের নামকরণ করা হয়।

স্বামীনারায়ন মন্দির

স্বামীনারায়ন মন্দির:
স্বামীনারায়ন মন্দিরটি লালচে রঙের অসাধারন স্থাপত্য শৈলির নিদর্শন। যা আপনাকে মুগ্ধ করবেই। মন্দির তৈরিতে রাজস্থানের লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে। প্রায় ২০০ একর এলাকাজুড়ে মন্দির গড়ে তোলা হয়েছে। প্রতিদিন সকাল ৭.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত মন্দিরটি খোলা থাকে।

স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়ি

স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়ি:
বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কলকাতার সিমলার দত্ত পরিবারে জন্মগ্রহন করেন। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িটিকে একটি সংগ্রহশালার আকারে গড়ে তোলা হয়েছে। নাম রাখা হয়েছে ‘বিবেকানন্দ মিউজিয়াম’। সংগ্রহশালা দেখার জন্য জনপ্রতি প্রবেশমূল্য ১০ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen