অস্কারের মঞ্চে যাচ্ছে কোন কোন ভারতীয় ছবি, জেনে নিন

ঋষভ শেট্টির ছবি ‘কানতারা’ এবার অস্কারের দৌড়ে শামিল হবে।

December 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী ২৪ শে জানুয়ারি অস্কার (Oscar) মনোনয়নের অফিসিয়াল ঘোষণা হতে চলেছে। কিন্তু তার আগে ইতিমধ্যেই দশটি বিভাগের নমিনেশন তালিকা সামনে এসেছে। সেখানে বেশি কিছু ভারতীয় ছবিও রয়েছে। অস্কারের মঞ্চে ভারত থেকে স্থান পেয়েছে (India Nomination) রামচরণ এবং জুনিয়ার এনটিআর (Ramcharan and Junior NTR) অভিনীত আর আর আর (Triple R)। এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি সেরা গান বিভাগে (Best Song Category) মনোনয়ন পেয়েছে।

বেস্ট ডকুমেন্টারি বিভাগে (Best Documentry Category) স্থান পেয়েছে পরিচালক শৌণক সেনের (Shaunak Sen) অল দ্যাট ব্রেথস। তথ্যচিত্রটি ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মান পেয়েছে। পল নলিনের ছেল্লো শো ছবিটি (The Last Film Show) অস্কারের ফিচার ছবির  (Feature Film Category) বিভাগে মনোনীত হয়েছে বলে আগেই জানা গিয়েছিল। ঋষভ শেট্টির ছবি ‘কানতারা’ এবার অস্কারের দৌড়ে শামিল হবে। ভারতীয় চলচ্চিত্রের সেলুলয়েডে থেকে ডিজিটাল যাত্রা নিয়ে ছবিটি করা হয়েছে। ২০২৩-এর মার্চ মাসে বসবে অস্কারের পুরস্কার বিতরণীর আসর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen