২০২৫ সালে কোন ওয়েব সিরিজগুলির অপেক্ষায় দর্শক?

একাধিক বহু প্রতীক্ষিত সিক্যুয়েলের রিলিজ রয়েছে।

December 28, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: একাধিক বহু প্রতীক্ষিত সিক্যুয়েলের রিলিজ রয়েছে। কিছু বিখ্যাত ওয়েব সিরিজের বিভিন্ন সিজনের জন্যে যেমন প্রতীক্ষায় দর্শক, তেমনই তালিকায় আছে নতুন সিরিজ।

আসুন দেখে নেওয়া যাক ২০২৫ সালে কোন কোন সিরিজের অপেক্ষায় মানুষ।

১) দ্য ফ্যামিলি ম্যান ৩:

ফ্যামিলি ম্যান সিরিজ ১ ও ২ এ মন জয় করেছেন শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজ বাজপেয়ী। ২০২৫ সালের দিওয়ালির মরশুমে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’।

২) পাতাল লোক ২:

প্রথম সিজনেই হাতিরাম সাড়া ফেলে দিয়েছিলেন। তখন থেকেই সিক্যুয়েলের অধীর অপেক্ষায় দর্শকরা।

৩) পঞ্চায়েত ৪:

পর পর তিনটি সিরিজে দর্শকদের মন জিতেছেন ‘ফুল্লেরা’ গ্রামের সচিবজি জীতেন্দ্র তিওয়ারি, প্রধান রঘুবীর যাদব এবং নীনা গুপ্তা। ২০২৫ সালে অ্যামাজান প্রাইম ভিডিওতে ‘পঞ্চায়েত ৪’-এর জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

৪) দ্য নাইট ম্যানেজার ২:

২০২৫ সালের মাঝামাঝি মুক্তি পেতে চলেছে ‘দ্য নাইট ম্যানেজার ২’। প্রথম সিজনেই সাড়া ফেলেছিল ডিজনি প্লাস হটস্টার-এর এই সিরিজ।

৫) ‘স্টারডম’:

সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে স্টারডম-র মাধ্যমে। এই সিরিজ মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই সিরিজে একফ্রেমে বলিউডের বহু তারকাদের দেখা যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen