শেষ হল সারেগামাপা, বিজয়ীর খেতাব উঠল কাদের মাথায়?

সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন আদনান সামি।

March 3, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ হল সারেগামাপা, এই সিজনে যুগ্ম বিজয়ী হয়েছেন দেয়াশিনী এবং অতনু।
বড়দের মধ্যে প্রথম হয়েছেন দেয়াশিনী। দ্বিতীয় স্থানে আছেন ময়ূরী। সাঁই-ও দ্বিতীয় হয়েছেন। তৃতীয় স্থান অধিকার করেছেন সত্যজিৎ। আরাত্রিকা পেয়েছেন বিশেষ সম্মান, কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড। অন্যদিকে ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু। দ্বিতীয় স্থানে আছে ঐশী। তৃতীয় স্থানে অনীক। সৃজিতা চতুর্থ হয়েছে।

সানরাইজের তরফে দেয়াশিনীকে পাঁচ লক্ষ টাকার চেক এবং অতনু দুই লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। দুই বিজয়ী যুগ্মভাবে শ্যাম স্টিলের তরফে ৫ লক্ষ টাকা, বার্জারের তরফে বাড়ি রং করার সুযোগ-সহ পিসি চন্দ্র জুয়েলার্সের সোনার গয়না এবং গ্যাসোফাস্টের তরফে ৫ লক্ষ টাকা পেয়েছে। আনমোল মারির তরফে আরও ৩ লক্ষ, শালিমারের তরফে ২ লক্ষ, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফে ১.৫ লক্ষ, খুকুমণি আলতা সিঁদুরের তরফে ২ লক্ষ, মুখরোচকের তরফে ৩ লক্ষ এবং গিফট হ্যাম্পার পেলেন দু’জন যা ভাগ করে নেবেন তাঁরা। গ্ল্যামারের তরফে দু’জনকে ২০ হাজার টাকা করে পেলেন। এছাড়া জুনিয়র চ্যাম্পিয়ন অতনু আশীর্বাদের তরফে ১.৫ লক্ষ টাকা পেলেন। বাকি খুদে ফাইনালিস্টরা পেলেন ১ লক্ষ করে টাকা।

তিন ফার্স্ট রানার আপ অর্থ ময়ূরী, সাঁই এবং ঐশী আনমোলের তরফে ২ লক্ষ, শালিমারের তরফে ১ লক্ষ টাকা এবং গিফট হ্যাম্পার, আদি ঢাকেশ্বরীর তরফে ১ লক্ষ এবং খুকুমণি আলতা সিঁদুরের তরফে আরও ১ লক্ষ টাকা পেয়েছেন। এছাড়া গ্ল্যামার সবাইকে ১০ হাজার টাকা করে দিয়েছে।

যাঁরা সেকেন্ড রানার আপ হয়েছেন অর্থাৎ সত্যজিৎ এবং অনীক পেলেন আনমোলের তরফে ১ লক্ষ, শালিমারের তরফে ১ লক্ষ টাকা এবং গিফট হ্যাম্পার। গ্ল্যামারের তরফে তাঁরাও ১০ হাজার টাকা করে পেলেন। বাকি ফাইনালিস্টরা পাবেন গ্ল্যামারের তরফে ৫ হাজার টাকা। সানলাইট টিম অফ দ্য সিজন হয়েছে জাভেদ আলি এবং জোজো মুখোপাধ্যায়ের টিম।

সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন আদনান সামি। ছিলেন হৈমন্তী শুক্লাও। শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, জাভেদ আলি, জোজো মুখোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তীও ছিলেন। তাঁরাই উদ্বোধনী সঙ্গীত গান। আদনান সামিও শুরুতে একটি গান গান। নাচ, গানে এদিনের অনুষ্ঠান জমে উঠেছিল। গানের ভিত্তিতেই সেরাদের বেছে নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen